ঢাকা,রোববার, ১৯ মে ২০২৪

লাইফ ব্লাড ব্যাংক মোবাইল অ্যাপ উদ্বোধন

রক্ত দান প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে প্রপেলার ফাউন্ডেশন ও শিশু-কিশোরদের স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপ অ্যাহেড বাংলাদেশের যৌথ উদ্যোগে লাইফ ব্ল্যাড ব্যাংক নামের একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট বিকেলে উদ্যোক্তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সংগঠন দুটির সমন্বিত প্রয়াসে গত শনিবার (২৭ আগস্ট) রাজধানীর উত্তরায় মোবাইল অ্যাপটির উদ্বোধন করা হয়। প্রপেলার ফাউন্ডেশন ও স্টেপ অ্যাহেড বাংলাদেশ সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছে।

নানান দাতব্য কার্যক্রমের ধারাবাহিকতায় সংগঠন দুটির সদস্যরা এ অ্যাপ তৈরির উদ্যোগ নেন। অ্যাপটির মাধ্যমে রক্তদাতা ও রক্ত গ্রহীতার মধ্যে দ্রুত যোগাযোগ ও সমন্বয় করা সম্ভব হবে। এতে রক্ত দেওয়ার মতো মহৎ কার্যক্রম আরও গতিশীল হবে ও সমাজের সবাই উপকৃত হবে।

এনজে

পাঠকের মতামত: