ঢাকা,বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

সর্বনাশা বন্যা

সিরাজুল মানিক

চারিদিকে হাহাকার,

উপোস অনাহার।

ভেঙ্গেছে আবাস,

ভাসছে বাড়ী।

ভেসে গেছে ধান পাট

খাদ্য দ্রব্য যত্

তাই খাদ্য হয়েছে বন্যার জল।

বাশের হাড়ং ঘরের ছাদ,

নয়তো বা নদীর বাঁধ

হয়েছে বানভাসীর আবাস |

রাত্রী আছে ঘুম নেই

ঘুম আছে তো ঘুমানোর জায়গা নাই,

নির্ঘুম কাটে রাত।

আতঙ্কে হয় প্রভাত

মাঝে মাঝে খবর আসে,

অমুকের ঘর ভেঙ্গেছে|

ঘর ভাঙ্গার কান্না,

তাও শোনা যায়না,

হায়রে এমনি সর্বনাশা বন্যা।

পাঠকের মতামত: