ঢাকা,বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

মিডল্যান্ড ব্যাংকের ইজিএম ২৯ আগস্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিডল্যান্ড ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অব্যবহৃত অর্থের ৪৬ লাখ টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করতে চায় কোম্পানিটি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি আইপিও খাতের অব্যবহৃত ৪৬ লাখ ৭৩ হাজার ৯৭৬ টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে মিডল্যান্ড ব্যাকের পরিচালনা পর্ষদ।

ব্যাংকটি ’মিডল্যান্ড ব্যাংক লিমিটেড’ নাম পরিবর্তন করে ’মিডল্যান্ড ব্যাংক পিএলসি’ নাম রাখবে। ব্যাংকটি স্বংঘস্বারক সংশোধন করে নাম পরিবর্তন করতে পারবে।

এসব সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে। আগামী ২৯ আগস্ট, বিকাল ৪টায়, ডিজিটাল প্লাটফর্মে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।

পাঠকের মতামত: