ঢাকা,বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪

পূবালী ব্যাংক ও এসএসএল এর মধ্যে চুক্তি

পূবালী ব্যাংক লিমিটেডের সাথে এসএসএল (Software Shop Limited) এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে পূবালী ব্যাংক লিমিটেডের গ্রাহকবৃন্দ ব্যাংকের মোবাইল অ্যাপস্ পাই ব্যাংকিং এর মাধ্যমে সহজ অনলাইন টিকেটিং প্লাটফরম থেকে বাসের টিকিট ক্রয় করতে পারবে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলীর উপস্থিতিতে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ রবিউল আলম এবং এসএসএল এর গ্রুপ অ্যাডভাইজার আহমেদ কামাল খান চৌধরী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন।

এসময় পূবালী ব্যাংক লিমিটেডের সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এফসিএ, সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক ইন্দ্র মোহন সূত্রধর, চিফ টেকনিক্যাল অফিসার ও মহাব্যবস্থাপক জাভেদ হাসান এবং এসএসএল এর সিওও মোঃ ইফতেখার আলম ইসহাকসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: