ঢাকা,মঙ্গলবার, ১৪ মে ২০২৪

৩ দেশের রাষ্ট্রপ্রধানের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আজ

hasina

আজ ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় ব্রিকস-আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়ালগসে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ফ্রেন্ডস অব ব্রিকস লিডারস ডায়ালগে বক্তব্য রাখবেন তিনি।

জোটের ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে কথা বলবেন শেখ হাসিনা। এরপর মোজাম্বিকের রাষ্ট্রপতি ফিলিপ নিউসির সাথে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তার। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাপোসার দেয়া মধ্যাহ্নভোজেও অংশ নেবেন শেখ হাসিনা। পরবর্তীতে দুই রাষ্ট্রনেতার দ্বিপাক্ষিক বৈঠকের কথাও রয়েছে।

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা রউসুফ এবং ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা ডি সিলভার সাথেও হবে দ্বিপাক্ষিক আলোচনা। ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট জোহানেসবার্গের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

পাঠকের মতামত: