ঢাকা,শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

আইটি সমস্যা জানতে ডিএসইর তিন সদস্যের কমিটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভার আবারও প্রযুক্তিগত ত্রুটি হয়েছে। ফলে রোববার ট্রেডিং শেষে শেয়ার লেনদেন নিষ্পত্তি করতে প্রায় ১২ ঘন্টা সময় লেগেছে। সমস্যার কারণ জানতে তিন সদস্যের কমিটি গঠন করেছে ডিএসইর পরিচালনা পর্ষদ। পর্ষদকে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন বিকাল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে শেয়ারের লেনদেন নিষ্পত্তি করা হলেও এই প্রযুক্তিগত ত্রুটির কারণে সোমবার ভোর ৩টা পর্যন্ত ডিএসই এসব ব্রোকারেজের লেনদেন নিষ্পত্তি করতে পারেনি। রোববার নির্ধারিত সময়ে লেনদেন নিষ্পত্তি হয়নি ৬৪টি প্রতিষ্ঠানের। কারো কারো সারারাত অফিসে কাটাতে হয়েছে বলে জানিয়েছে কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

পাঠকের মতামত: