ঢাকা,শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হোল্ডারদের জন্য ট্রাস্টি দশমিক ৬০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

সোমবার (১৫ মে) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩১ মার্চ ২০২৩-এ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

জানা গেছে, সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০৫ পয়সা।

৩১ মার্চ, ২০২৩ কোম্পানির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (বাজার দামে) হয়েছে ১০ টাকা ০৬ পয়সা। এই লভ্যাংশ প্রদানের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জুন।

 

পাঠকের মতামত: