ঢাকা,শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩

বিশ্ববাজারে ১ শতাংশ বেড়েছে জ্বালানি তেলের দাম

বৈশ্বিক ‍বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১ শতাংশ বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের মূল্যবৃদ্ধি, অয়েল রিগের সংখ্যা কমে যাওয়া এবং লুইজিয়ানায় একটি রিফাইনারিতে আগুন লাগার ঘটনায় বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। খবর রয়টার্স।

আইসিই ফিউচারসে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ১ ডলার ১২ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৮৪ ডলার ৪৮ সেন্টে। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ৭৮ সেন্ট বা ১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ৭৯ ডলার ৮৩ সেন্টে। ফিউচার মার্কেটে ডিজেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে সাত বছরের সর্বোচ্চে পৌঁছেছে।

চলতি বছরের জন্য অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা পূর্বাভাস বাড়িয়েছে রফতানিকারক দেশগুলোর জোট ওপেক। অর্থনীতির গতি শ্লথ হয়ে পড়ার আশঙ্কা সত্ত্বেও আগামী বছরের চাহিদা নিয়ে আশাবাদী জোটটি। কারণ চীন ও ভারত অব্যাহত জ্বালানির ব্যবহার বাড়াচ্ছে। চাহিদা বাড়লে দাম আরো বেড়ে যেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এনজে

পাঠকের মতামত: