ঢাকা,রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

১ ঘণ্টায় ৮৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, দর কমেছে ৬১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮৯ কোটি ৪৮ লাখ ১৩ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩ টির, দর কমেছে ১৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪২ লাখ ৪৪ হাজার টাকা।

পাঠকের মতামত: