ঢাকা,রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

ভেনিজুয়েলায় ১২ শতাংশ কমেছে স্বর্ণের মজুদ

ভেনিজুয়েলায় চলতি বছরের প্রথমার্ধে স্বর্ণের মজুদ আট টন কমেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। অর্থনৈতিক সংকটে টানা এক বছর ধরেই দেশটিতে মূল্যবান ধাতুটির মজুদ নিম্নমুখী। গত বছরের একই সময়ের তুলনায় মজুদ ১২ শতাংশ কমেছে। খবর রয়টার্স।

বর্তমানে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণের মজুদ দাঁড়িয়েছে ৬১ টনে। গত বছরের ডিসেম্বরে মজুদের পরিমাণ ছিল ৬৯ টন। এ বছরের জুনের শেষ নাগাদ মজুদে থাকা স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ৩৬৫ কোটি ডলারে। গত বছরের ডিসেম্বরে যা ছিল ২৬ হাজার ১০০ কোটি ডলার। তবে মজুদ কমে যাওয়ার কারণ সম্পর্কে দেশটির কেন্দ্রীয় ব্যাংক বিস্তারিত কিছু জানায়নি।

ব্যাংকটির প্রাক্কলন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে প্রতি ট্রয় আউন্স স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮৬২ ডলার ৭১ সেন্টে। ২০২২ সালের একই সময় প্রতি ট্রয় আউন্সের দাম ছিল ১ হাজার ৭৭৫ ডলার ২ সেন্ট।

পাঠকের মতামত: