বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকালে ইনস্টিটিউটের পক্ষ হতে ধানমন্ডীতে অবস্থিত আবাহনী মাঠে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার, পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব নাজমুছ সালেহীন ও উপ-পরিচালক মো. সিরাজুল ইসলামসহ ইনস্টিটিউটের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
পাঠকের মতামত: