ঢাকা,রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

রেকর্ড উচ্চতায় অবস্থান করবে কয়লার বৈশ্বিক চাহিদা

২০২২ সালে বৈশ্বিক কয়লার ব্যবহার বেড়ে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। চলতি বছরও ব্যবহার রেকর্ড উচ্চতা অবস্থান করবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোয় ব্যবহার কমলেও এশিয়ায় জ্বালানির ব্যবহার বাড়বে লক্ষণীয় মাত্রায়। বৈশ্বিক ব্যবহার বৃদ্ধিতে অঞ্চলটি প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) সম্প্রতি এক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়।

এ বিষয়ে কয়লা বাজারবিষয়ক ষান্মাসিক প্রতিবেদনটিতে আইইএ জানায়, ২০২২ সালে বিশ্বজুড়ে ৮৩০ কোটি টন কয়লা ব্যবহার হয়েছিল, যা ২০২১ সালের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি। বিশ্বের ইতিহাসে কখনো এক বছরে এত বেশি কয়লা ব্যবহার হয়নি।

২০২৩ ও ২৪ সালে শিল্প খাতে জ্বালানিটির ব্যবহার ব্যাপক বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদনে এর ব্যবহার কিছুটা কমার আশঙ্কা করছে আইইএ। সংস্থার প্রতিবেদনে বলা হয়, ভৌগোলিক অঞ্চলভেদে জ্বালানিটির ব্যবহারে বিস্তর বৈচিত্র্য পরিলক্ষিত হতে পারে।

২০২৩ সালে বিশ্বজুড়ে প্রতি চার টনে তিন টন কয়লাই ব্যবহার হবে চীন, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। ২০২২ সালে ইউরোপের দেশগুলোয় শিল্প খাতে কয়লার ব্যবহার ছিল তুলনামূলক কম। দেশটির কয়লাচালিত বিদ্যুৎ খাতেও ব্যবহার বেড়েছিল সাময়িকভাবে। ফলে ওই বছর অঞ্চলটিতে কয়লার চাহিদা ছিল যৎসামান্য।

আইইএ জানায়, ইউরোপে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণ ঘটছে। এতে চলতি বছর অঞ্চলটিতে কয়লা ব্যবহার উল্লেখযোগ্য হারে কমতে পারে। অন্যদিকে সম্প্রতি পরমাণু ও জলবিদ্যুৎ উৎপাদনও ঘুরে দাঁড়িয়েছে। বিষয়টি ইউরোপের দেশগুলোকে কয়লার ব্যবহার কমিয়ে আনতে সহায়তা করছে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে কয়লা ব্যবহার থেকে সরে আসতে প্রচেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এ উদ্যোগ বাস্তবায়নে দেশটিকে সহায়তা করছে প্রাকৃতিক গ্যাসের নিম্নমুখী দাম।

কয়লার বৈশ্বিক বাজার কয়েক বছরে অনেক বেশি অস্থিতিশীলতার মধ্যে ছিল। ২০২০ সালে কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব জ্বালানিটির বাজারকে বিপর্যস্ত করে তোলে। ২০২১ সালে কভিডের ধাক্কা সামলে বাজার ঘুরে দাঁড়ায়। কিন্তু ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বাজার আবারো টালমাটাল হয়ে পড়ে। তবে চলতি বছর বাজার পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল ও অনুমানযোগ্য।

পাঠকের মতামত: