রাশিয়া আগামী এক বছরের জন্য সূর্যমুখী তেলের রফতানি শুল্কের মেয়াদ বাড়াতে যাচ্ছে। স্থানীয় বাজারে পণ্যটির সম্ভাব্য সংকট এড়াতেই এমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বর্তমানে রাশিয়া ও ইউক্রেন বিশ্বের শীর্ষ সূর্যমুখী তেল উৎপাদক। দেশ দুটি প্রতি বছর ভারতসহ প্রধান ক্রেতা দেশগুলোয় কয়েক লাখ টন সূর্যমুখী তেল রফতানি করে। মস্কো মূলত গত মার্চে সূর্যমুখী তেলের রফতানি কোটা ঘোষণা করে। স্থানীয় বাজারে দামের ওপর থেকে চাপ কমাতেই এ উদ্যোগ নেয়া হয়। পরবর্তী সময়ে কোটার বদলে শুল্ক আরোপের পরিকল্পনা গ্রহণ করা হয়।
বাজার পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রতি মাসেই রফতানি শুল্ক সমন্বয় করা হতে পারে। আর এ কাজ করবে কৃষি মন্ত্রণালয়। আগামী বছরের ৩১ আগস্ট পর্যন্ত এক বছর এ শুল্ক কার্যকর থাকবে।
এদিকে সূর্যমুখী তেলবীজের রফতানি শুল্কের মেয়াদও বাড়াবে রাশিয়া। বর্তমানে প্রতি টন তেলবীজ রফতানিতে ন্যূনতম ৩২০ ডলার শুল্ক নেয়া হচ্ছে। সূর্যমুখী মিলের ক্ষেত্রেও একই শুল্ক প্রযোজ্য।
অন্যদিকে আগামী বছরের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সরিষা তেলবীজের ওপর রফতানি নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।
এনজে
পাঠকের মতামত: